Beauty Tips

রূপ চর্চায় মধু

 

  • মুখে রোদে পোড়া ছাপ পড়লে লেবুর রসের মিশ্রণ ১০ মিনিট পর্যন্ত রাখুন। এরপর ঠাণ্ডা পানিতে তুলা ভিজিয়ে মুছে ফেলুন।
  • ত্বকের যেকোনো দাগ দূর করতে বা ব্রনের ক্ষত সারাতে প্রতিদিন গোসলের আগে সেই স্থানে কয়েক মিনিট মধু লাগিয়ে রাখুন।
  • বলি রেখা দূর করার জন্য রতে শুতে যাওয়ার আগে প্রতিদিন / মিনিট মধু ম্যাসেজ করে ধুয়ে ফেলুন। এতে আপনার সারা দিনের কাজের পর ক্লান্ত ত্বকেও উজ্জলতা ফিরিয়ে আনবে।
  • যাদের ত্বক শুস্ক তারা প্রতিদিন ময়শ্চারাইজার হিসেবে ব্যাবহার করতে পারেন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক আদ্রতা হাড়ায়। ময়শ্চারাইজার হলো আদ্রতা, জল। মধুর ব্যাবহার সেই আদ্রতার ভারসাম্য রক্ষা করে। ফলে আপনার বুড়িয়ে যাওয়া রোধ করবে।
  • শুস্ক ত্বক স্বাভাবিক করার আরেকটি উপায় হলো আমান্ড বাটা, মধু এবং গোলাপের পাপড়ি বাটার মিশ্রন সপ্তাহে অন্তত একদিন মুখের ত্বকে ব্যাবহার করুন।
  • আনারসের রস মধু একসঙ্গে মিশিয়ে ময়শ্চারাইজার হিসেবে ব্যাবহার করতে পারেন যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত।
  • ত্বকে হারিয়ে যাওয়া উজ্জলতা ফিরিয়ে আনতে শশার রস ফ্রিজে রাখা ঠান্ডা মধু মিশিয়ে মুখে লাগান। আঙ্গুলের ডগা দিয়ে টাইপ করার মত আলতো করে লাগিয়ে দিন। ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
  • চন্দন বাটা মধু লাগিয়ে দিন বড় ব্রনের উপর। মধুর এ্যান্টিবায়োটিক গুন ব্রন সারাবে।
  • চিনাবাদাম বেটে গুড়া করে মধুর সাথে মিশিয়ে মুখ / মিনিট ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকে মরা কোষ ঝরানোর সঙ্গে সঙ্গে আপনার ত্বকে আর্দ্রতা যোগাবে।
  • একটু বেশি বয়সের মহিলাদের, যাদের ত্বকে ইতিমধ্যেই বয়সের ছাপ পড়েছে তারা আউন্স এনামেল কাপে আউন্স অরেঞ্জ গরম মধুর সাথে আউন্স কাঁচা (ননী বা সর তোলা) দুধ মিশিয়ে সকালে রাতে তুলোতে ভিজিয়ে মুখে লাগান।
  • এক কাপের ভাগ পরিমান বেসন, / চামচ মধু (দরকার হলে পরিমান বাড়িয়ে নিতে পারেন), সাথে চা চামচ গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করুন। প্রথমে কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। এরপর মধু দুধ আন্দাজ মত মিশিয়ে মাসাজ করুন। তারপর তৈরি করা পেষ্টটি লাগিয়ে আধ ঘন্টা শুয়ে থাকুন। অল্প গরম জলে নরম কাপড় ভিজিয়ে মুছে নিন। এরপরে বরফ ঠান্ডা জলের ঝাপটা দিন। এই ফেশিয়ালটি ব্যাবহারে আপনি বাড়তি ঔজ্জ্বলতা পাবেন।